Logo

আন্তর্জাতিক    >>   ট্রাম্পের হুমকি: ভারতীয় পণ্যে উচ্চ শুল্কের সম্ভাবনা

ট্রাম্পের হুমকি: ভারতীয় পণ্যে উচ্চ শুল্কের সম্ভাবনা

ট্রাম্পের হুমকি: ভারতীয় পণ্যে উচ্চ শুল্কের সম্ভাবনা

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীন, কানাডা ও মেক্সিকোর পর এবার ভারতীয় পণ্যে উচ্চ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন।

বুধবার ভারতীয় পণ্যের ওপর অধিক হারে শুল্ক আরোপের হুমকি দেন ট্রাম্প। নির্বাচনী প্রচারাভিযানের শুরু থেকেই বিভিন্ন দেশের ওপর চড়া শুল্ক আরোপের হুমকি দিয়ে আসছেন তিনি। চীন, কানাডা এবং মেক্সিকোর ওপর শুল্ক বাড়ানোর হুমকির পর এবার এই তালিকায় ভারতের নামও অন্তর্ভুক্ত করেছেন তিনি।

যুক্তরাষ্ট্র থেকে ভারতের আমদানি করা নির্দিষ্ট কিছু মার্কিন পণ্যের ওপর উচ্চ শুল্ক আরোপের জবাবে এই হুমকি দিলেন ট্রাম্প।

ফ্লোরিডার মার-আ-লাগোতে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ‘পারস্পরিক শুল্ক আরোপের বিষয়টি গুরুত্বপূর্ণ। যদি ভারত আমাদের ওপর শুল্ক আরোপ করে, আমরা তাদের ওপর একই পরিমাণ শুল্ক আরোপ করব।’





P.S 220 Winter concert

P.S 220 Winter concert